KD Properties Ltd. (KDPL) এর কিছু কথাঃ

জীব বৈচিত্রের নয়নাভিরাম প্রকৃতির মাঝে বেডে থাকার জন্য প্রয়োজন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা যা মানুষের মৌলিক অধিকার। বিশ্বায়নের যুগে এই অধিকার সমূহের প্রয়োজন মেটাতে KDPL এর পদযাত্রা, যার মধ্যে বাসস্থান  অন্যতম। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাসস্থানের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া অপরিকল্পিত নগরায়নের ফলে আবাসন সমস্যা চরম আকার ধারন করছে। তবুও প্রতিটি মানুষের কামনা আধুনিক নগর জীবনের সকল নাগরিক সুযোগ-সুবিধা সম্বলিত নৈসগিক মনোরম পরিবেশে অনাবিল শান্তিময় আবাস।

মানুষের এই চিরন্তন আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে রাজউকের পাশাপাশি দেশের আবাসন শিল্পের পথিকৃত KDPL প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে বাস উপযোগী আবাসন গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় KDPL অতি যন্ত্রে, আধুনিক নগর জীবনের সকল সুযোগ-সুবিধা সম্বলিত, সু-পরিকল্পিত ও পরিপাটি করে গড়ে তুলছে রাজধানীর উপকণ্ঠে, ঢাকা-মাওয়া এক্সপ্রেস এলিভেটেড মহাসড়ক সংলগ্ন প্রাকৃতিক শোভাবেষ্টিত ও নয়নাভিরাম আবাসন প্রকল্প বিক্রমপুর মডেল টাউন ভবিষ্যৎ নগরীতে আপনার আপন ঠিকানা।

 কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা

পানি বিশোধন প্রকল্প

বর্জ্য নিষ্কাশন প্রকল্প

শপিং সেন্টার

কনভেনশন সেন্টার

এমিউজমেন্ট অ্যান্ড ওয়াটার পার্ক